এ মুহূর্তে জান্নাতুল যতটা না বাংলাদেশের, তার চেয়ে বেশি অস্ট্রেলিয়ার। স্বপ্ন বলুন, লক্ষ্য বলুন, তাঁর সবই এখন ঘুরপাক খাচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেটকে ঘিরে। দেশে যদি আর সুযোগ না–ই আসে, জান্নাতুল স্বপ্ন দেখেন একদিন ক্রিকেট খেলবেন অস্ট্রেলিয়ার নারী দলের হয়ে।
source https://www.prothomalo.com/sports/cricket/বাংলাদেশের-জান্নাতুল-যখন-অস্ট্রেলিয়ার
0 মন্তব্যসমূহ