স্থানীয় আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে বিবাদের জেরে ককটেল বিস্ফোরণে আহত শিশুটি কান্নায় ভেঙে পড়ে বলে, ‘হামি খালি (শুধু) চোখ দুটা চাহি, আর কিছু চাহি না।’ সে আরও বলে, ‘হামি দেখতে চাহি, পড়তে চাহি। কেনে হামার জীবনটা আন্ধার হয়্যা গ্যালো?’

source https://www.prothomalo.com/bangladesh/district/হামি-খালি-চোখ-দুটা-চাহি-আর-কিছু-চাহি-না