উত্তর-পূর্ব তুরস্কে কৃষ্ণসাগরের কোল ঘেঁষে ছোট অথচ ছবির মতো সুন্দর ট্রাবজোন শহরটির অবস্থান। তুরস্কের সবচেয়ে সবুজ অঞ্চল হিসেবে এ শহরটিকে স্বীকৃতি দেওয়া হয়। ট্রাবজোনের অনেক জায়গাযর সঙ্গে পুরোনো ঢাকার একটা ছাপ খুঁজে পাওয়া যাবে।