পরিবারের রোগা–পাতলা ছেলে ‘খোকা’ থেকে রাজনৈতিক সহযোদ্ধাদের প্রিয় মুজিব ভাই। ছাত্রজনতার বঙ্গবন্ধু থেকে গণমানুষের মুক্তির মহানায়ক। বাংলাদেশ নামক রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা থেকে এক স্বাধীন জাতির জনক। ৫১ বছর বয়সে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা আর ৫৫ বছর বয়সে বিয়োগান্ত হত্যাকাণ্ডে জীবনাবসান। উত্তাল এই জীবনের নাম শেখ মুজিবুর রহমান। আজ তাঁর জন্মদিন।
source https://www.prothomalo.com/bangladesh/স্মরণে-উৎসবে-মুক্তির-নায়ক
0 মন্তব্যসমূহ