গিনেস বুকের স্বীকৃতি পেতে ইতিমধ্যে কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। ২৬ মার্চের আগেই বঙ্গবন্ধুর সবচেয়ে বড় প্রতিকৃতি ফুটিয়ে তোলার সনদ মিলবে বলে আশা করছেন উদ্যোক্তারা। সবকিছু ঠিক থাকলে ২৬ মার্চ শেরপুরের আমিনপুর মাঠেই উদযাপন করা হবে আনন্দ উৎসব।
source https://www.prothomalo.com/bangladesh/district/শত-বিঘার-ক্যানভাসে-যেভাবে-ফুটে-উঠল-বঙ্গবন্ধুর-প্রতিকৃতি
0 মন্তব্যসমূহ