তীক্ষ্ণ সংলাপের ঘাত-প্রতিঘাতে মান্নান হীরার নাটক যেমন অভিনয় উপযোগী, তেমনি সুখপাঠ্য। প্রচ্ছন্ন রাজনীতিকে কেন্দ্রে রেখে প্রেম ও অন্যান্য সামাজিক সম্পর্ক আবর্তিত হয় তাঁর নাটকে। সব আয়োজন ছেড়ে গত শীতে তিনি পাড়ি দিয়েছেন অনন্তের পথে। মঞ্চ নাট্যাঙ্গনে তাঁর অবদান স্মরণ করে অনুষ্ঠিত হলো ‘মরমী নাট্যমেলা’। আয়োজক উৎস নাট্যদল।
source https://www.prothomalo.com/entertainment/drama/মরমী-নাট্যমেলায়-মান্নান-হীরাকে-স্মরণ
0 মন্তব্যসমূহ