এক দশক পর গত বছরের জুনের শেষে দুটি দেশি জাহাজে আমদানি-রপ্তানি পণ্যবাহী কনটেইনার পরিবহন শুরু হয়। এতে সফলতা আসায় চলতি বছরে সমুদ্রে ভাসতে চলেছে লাল-সবুজ পতাকাবাহী আরও চারটি নতুন জাহাজ।