‘আমরা দুর্দান্ত একটা সাক্ষাৎকারের সাক্ষী হলাম। “হাই প্রোফাইল” একজন সাহসী নারী তাঁর স্বামীকে সঙ্গে নিয়ে নিজের মনের দুয়ার যেন খুলে দিলেন। সততা আর সাহসকে সঙ্গী করে তিনি জানান, প্রাসাদে থেকে তিনি কেঁদেছেন, তিনি সাহায্য চেয়েছেন। আমি দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় আত্মহত্যা আর মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছি। আমার মনে হয়, এই সাক্ষাৎকার সবার দেখা উচিত। তাহলে সবাই জানবে যে তিনি একা নন। মানসিক সংকটে সাহায্য চাওয়ার কোনো বিকল্প নেই। আমি শুধু বলতে চাই, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ মেগান আর হ্যারি।’
0 মন্তব্যসমূহ