বোস্তানি ফাউন্ডেশনের আওতায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এমবিএতে পড়ার সুযোগ পাবেন বাংলাদেশিরাও। ২০২১ সালে শরৎ (অটাম) সেশনের জন্য এ বৃত্তি দেওয়া হবে। এ বৃত্তি পেলে শিক্ষার ফি বাবদ মিলবে ১ লাখ ২ হাজার ২০০ ডলার।

source https://www.prothomalo.com/education/scholarship/বাংলাদেশিদের-হার্ভার্ডে-বৃত্তি-নিয়ে-এমবিএ-করার-সুযোগ