২৩ বছর বয়সী মার্কিন এই মিডিয়া ব্যক্তিত্ব ও মডেলের সম্পদের পরিমাণ ৯০ কোটি ডলার। বাংলাদেশি অর্থমূল্যে তা প্রায় আট হাজার কোটি টাকার সমান। অথচ নিজের মেকআপ আর্টিস্টের চিকিৎসা খাতে ৬০ হাজার ডলার বা ৫০ লাখ টাকার জন্য তহবিল বানিয়েছেন তিনি। সেই তহবিলে সবাইকে টাকা দিতে অনুরোধও করেছেন।
source https://www.prothomalo.com/entertainment/hollywood/৮-হাজার-কোটি-টাকার-মালিক-তবু-নাকি-তাঁর-টাকা-নেই
0 মন্তব্যসমূহ