দেশ ও আপন সংস্কৃতির প্রতি গভীর অনুরাগ ছিল প্রকৌশলী আফসার হোসেনের। সেটিই কাল হয়ে ছিল তাঁর জন্য। পাকিস্তানি গোয়েন্দারা তাঁর ওপর আগে থেকেই নজর রেখেছিল। মুক্তিযুদ্ধ শুরু হলে সৈনিকেরা তাঁকে পথ থেকে তুলে নিয়ে যায়।
source https://www.prothomalo.com/muktijuddho-50/martyred-intellectuals/শহীদ-আফসারকে-নিয়ে-যায়-সেনারা-আর-ফেরেননি
0 মন্তব্যসমূহ