সামনে তাঁর কত উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, প্রাণবন্ত জীবন ছিল। কিছুই তিনি পেলেন না। কিছুই তিনি উপভোগ করতে পারলেন না। দেখে যেতে পারলেন না স্বাধীন বাংলাদেশ।—এই আক্ষেপ ক্যাপ্টেন এ টি এম আলমগীরের স্ত্রী নাদিরা আলমগীরের।