আগামীকাল শুক্রবার ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে বেশ কিছু নির্দেশনা জারি করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি। নির্দেশনা পরীক্ষাসংশ্লিষ্ট সবাইকে মানার আহ্বান জানিয়েছে পিএসসি। পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়।
source https://www.prothomalo.com/education/examination/৪১তম-বিসিএসে-প্রার্থীর-তাপমাত্রা-বেশি-হলে-পরীক্ষা-অন্য-ঘরে
0 মন্তব্যসমূহ