বগুড়া পৌরসভা নির্বাচনে শোচনীয়ভাবে হেরেছেন মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আবু ওবায়দুল হাসান। ভোটের হিসাবে তিনি বিজয়ী বিএনপি প্রার্থীর দূরের কথা, দ্বিতীয় হওয়া স্বতন্ত্র প্রার্থীরও ধারেকাছে ভিড়তে পারেননি। পরাজয়ের পেছনে তিনটি কারণকে সামনে আনছেন নেতা-কর্মীরা—উপযুক্ত প্রার্থী দিতে না পারা, ‘বিদ্রোহী’ প্রার্থীকে বসাতে দৃশ্যমান তৎপরতার অভাব এবং ওয়ার্ড কাউন্সিলরের পদগুলোতেও দলীয় সমর্থন দেওয়া।

source https://www.prothomalo.com/bangladesh/বগুড়া-পৌরসভা-নির্বাচনে-শোচনীয়ভাবে-হেরেছেন-মেয়র-পদে-আওয়ামী-লীগের-প্রার্থী-আবু-ওবায়দুল-হাসান-ভোটের-হিসাবে-তিনি-বিজয়ী-বিএনপি-প্রার্থীর-দূরের-কথা-দ্বিতীয়-হওয়া-স্বতন্ত্র-প্রার্থীরও-ধারেকাছে-ভিড়তে-পারেননি-পরাজয়ের-পেছনে-তিনটি-কারণকে-সামনে-আনছেন-নেতা-কর্মীরাউপযুক্ত-প্রার্থী-দিতে-না-পারা-বিদ্রোহী-প্রার্থীকে-বসাতে-দৃশ্যমান-তৎপরতার-অভাব-এবং-ওয়ার্ড-কাউন্সিলরের-পদগুলোতেও-দলীয়-সমর্থন-দেওয়া