পল্টন ময়দানে (বর্তমানে মওলানা ভাসানী হকি স্টেডিয়াম) ৩ মার্চ বিকেলে ছাত্রলীগ ও জাতীয় শ্রমিক লীগের যৌথ জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দেন। জনসমুদ্রে জনতার তুমুল করতালির মধ্যে তিনি ঘোষণা করেন, ক্ষমতা সমর্পণ করে সেনাবাহিনী ব্যারাকে ফিরে না যাওয়া পর্যন্ত স্বাধিকারকামী বাংলার মানুষ সরকারের সঙ্গে আর সহযোগিতা করবে না। কোনো কর-খাজনাও দেবে না।
source https://www.prothomalo.com/muktijuddho-50/হরতালে-দেশ-অচল-গুলি-হত্যা-প্রতিবাদ
0 মন্তব্যসমূহ