রাজধানীর সড়কে ধুলার যন্ত্রণায় যখন মানুষ অতিষ্ঠ, তখন রাস্তা পরিষ্কারের জন্য কেনা রোড সুইপার ট্রাক তেমন একটা ব্যবহার করছে না ঢাকার দুই সিটি করপোরেশন। যন্ত্রগুলো দিয়ে রাস্তা ঝাড়ু দিতে গেলে বাতাসে ধুলা আরও বেড়ে যায়। মানুষের তোপের মুখে পড়তে হয় চালকদের।