নেটফ্লিক্সে ২০২০ সালের সেপ্টেম্বরে ‘দ্য সোশ্যাল ডিলেমা’ নামের একটি চলচ্চিত্র মুক্তি পায়। ছবিতে কারসাজিমূলক প্রযুক্তির উত্থান, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর নেতিবাচক দিক এবং তাদের ব্যবহারকারীদের নিজস্ব গোপন তথ্যের বেপরোয়া ব্যবহার ভবিষ্যতে আমাদের কোন দিকে নিয়ে যাবে, সে সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তুলে ধরা হয়েছে

source https://www.prothomalo.com/দ্য-সোশ্যাল-ডিলেমা-শিক্ষাব্যবস্থা-ঢেলে-সাজানোর-ডাক