দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত এই ইন্ডাস্ট্রি অতীত গৌরব হারিয়েছে। সিনেমা হল কমে গেছে। নেই বড় বাজেটের ছবি। নেই এফডিসির আগের চেহারা।