গ্রাহাম সাক্ষাৎকারে বলেন, অন্য কেউ যা করতে পারবেন না, দলের জন্য ট্রাম্প তা করতে পারবেন। তিনি রিপাবলিকান পার্টিকে বড় করতে পারবেন। দলকে শক্তিশালী করে বিভিন্ন জনগোষ্ঠীর দল হিসেবে গড়ে তুলতে পারবেন। আবার রিপাবলিকান পার্টিকে নিঃশেষও করে দিতে পারেন তিনি।
source https://www.prothomalo.com/world/usa/ট্রাম্প-চাইলে-রিপাবলিকান-পার্টিকে-ধ্বংস-করে-দিতে-পারেন-সিনেটর-গ্রাহাম
0 মন্তব্যসমূহ