শত বীভৎস কাজ, শত মানববন্ধন, সবকিছুই কি এক সুতায় বাঁধা? প্রশ্নের উত্তর মেলানো ভার। বিবেকের দংশন যেখানে তাড়া করে, সেখানে করুণার উদ্রেক হয়। যে লোক কিছু সময় আগেও অটোরিকশার যাত্রী ছিলেন, চালক তাঁকেই মেরে ফেলতে এত উদগ্রীব! তাহলে যাত্রীসেবার মান তো প্রশ্নবিদ্ধই থেকে যায়।
0 মন্তব্যসমূহ