সৌন্দর্যচর্চায় মায়ের দেখানো পথেই হাঁটছেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। ছোটবেলা থেকে চুল, ত্বক ও মুখত্বকের যত্নে যা যেভাবে মা তাঁদের শিখিয়েছেন, আজও সেভাবেই অনুসরণ করে চলেছেন এই স্টারকিড।