অনন্য সুন্দর দেশ আয়ারল্যান্ড। ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত দেশটি মহাদেশটির উত্তর-পশ্চিম প্রান্তে। আয়ারল্যান্ড দ্বীপের বড় অংশজুড়ে আয়ারল্যান্ড রিপাবলিক দেশটি (দ্বীপের বাকি অংশের নাম নর্দান আয়ারল্যান্ড, যেটি ব্রিটেনের অংশ)। প্রায় ৪৬ লাখ জনসংখ্যার দেশটিতে ছোট পাহাড়, সবুজ সমতলভূমি, আছে সবই। ইউরোপের একটি বড় অর্থনৈতিক শক্তিও দেশটি। বর্ণিল সংস্কৃতি, ঐতিহ্য, আধুনিক জীবনযাত্রা সবাই আছে এখানে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও দেশটির প্রচুর সুনাম। বিশেষ করে আয়ারল্যান্ডে আইন বিষয়ে উচ্চশিক্ষা নেওয়া শিক্ষার্থীদের জন্য রয়েছে ক্যারিয়ার গঠনের ভালো সুযোগ। দেশটির সরকারি ভাষা আইরিশ, ইংরেজি। বিদেশি শিক্ষার্থীদের সব সময়ই স্বাগত জানাতে প্রস্তুত দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
source https://www.prothomalo.com/education/scholarship/আয়ারল্যান্ডে-আইনে-উচ্চশিক্ষার-সুযোগ-৫৫-থেকে-১-লাখ-১০-হাজার-ইউরো-পর্যন্ত-আয়
0 মন্তব্যসমূহ