শুষ্ক মৌসুমে নদীর দুই কূলে জেগে ওঠা বিশাল চরের মাঝ দিয়ে বয়ে চলে পানির প্রবাহ। বর্তমানে এ নদী থেকে বালু, পাথর ও কয়লা উত্তোলনে প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আছে। তবে নিষেধাজ্ঞা তেমন মানছেন না স্থানীয় শ্রমিকেরা। যাদুকাটা নদীর ছবিগুলো তুলেছেন আনিস মাহমুদ।

source https://www.prothomalo.com/photo/glimpse/শীতে-যাদুকাটা-নদীর-রূপ