মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর থেকে যুক্তরাষ্ট্র, চীনসহ চারটি দেশের সঙ্গে মিয়ানমারের পরিস্থিতি নিয়ে বাংলাদেশের আলোচনা হয়েছে। বিভিন্ন পর্যায়ের এসব আলোচনায় মিয়ানমার প্রশ্নে দেশগুলোর অবস্থান জানা–বোঝার চেষ্টা করেছে বাংলাদেশ। এসব আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে মিয়ানমারের শান্তি ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পেয়েছে।