বিয়ে তো করে ফেললাম হুট করে ফিফথ ইয়ারে, আগে–পিছে ভাবিনি! মায়ের জোরাজুরিতে! টোনাটুনির সংসার হয়নি সেভাবে! মাসখানেকের মধ্যে ভিসা পেয়ে প্রথম শ্বশুরবাড়ি, নিজের বাড়ি দেখতে গেলাম! এরপর হুটহাট আসা–যাওয়ার মধ্যেই আবিষ্কার করলাম, আমাদের একটা বেবি হবে! আমরা কেউ খুশি নই। কারণ, ফাইনাল পরীক্ষা চলে আসছে শিগগির!

source https://www.prothomalo.com/life/durporobash/এক-মেয়ের-ডাক্তার-হয়ে-ওঠার-সংগ্রাম