১৯৫৪ সালে বর্ধমান হাউস প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সাহিত্য সম্মেলনে পশ্চিমবঙ্গ থেকে এসেছিলেন কবি সুভাষ মুখোপাধ্যায়। ‘একুশের সুরে বাঁধা’ শীর্ষক তাঁর স্মৃতিচারণায় আমরা সে সময় বর্ধমান হাউসে বাংলা একাডেমি প্রতিষ্ঠার তৎপরতার অনন্য বিবরণ পাই, ‘যে বর্ধমান রাজপ্রাসাদ নুরুল আমিনের বাসস্থান ছিল, সে প্রাসাদ আজ জনসাধারণের জন্য উন্মুক্ত। সে বাড়িতে বাংলা ভাষার আকাদেমি হবে। সম্মেলনের প্রদর্শনীর ব্যবস্থা এই বাড়িতেই হয়েছিল।
source https://www.prothomalo.com/bangladesh/ভাষা-আন্দোলন-ও-বাংলা-একাডেমি
0 মন্তব্যসমূহ