হলিউড তারকা স্কারলেট ইয়োহানসন অভিনীত সুপারহিরোভিত্তিক ছবি ‘ব্ল্যাক উইডো’র মুক্তি আবার পেছাচ্ছে। তবে আশার কথা হলো ঘরের টিভি, মনিটর বা ফোনে নয়, প্রেক্ষাগৃহেই দেখা যাবে ছবিটি।