ছবির এই মানুষটার নাম আন্না কুমারী বিশ্বাস, আমার কর্তা, আমার দাদি। নিজের দাদির বাইরে এই মানুষটা এবং ওনার জা রেখা রানী বিশ্বাস ছিলেন আমার কাছে নিজের দাদির চেয়েও আপন। নদীভাঙনের পর যখন আমরা কুষ্টিয়ার শহরতলি বাড়াদীতে চলে এসেছিলাম, স্বভাবতই দাদি ছোট দুই চাচার সঙ্গে চরভবানীপুর থেকে গিয়েছিলেন
0 মন্তব্যসমূহ