বসন্তে ভালোবাসা মিলে একাকার হয়ে গেছে গতকাল ১৪ ফেব্রুয়ারি। দেশি তারকারা ফুলে, শাড়িতে, ঘুরে বেড়িয়ে পালন করছেন পয়লা ফাল্গুন আর ভ্যালেন্টাইনস ডে। দেশের বিনোদনজগতের তারকাদের বসন্ত আর ভালোবাসা দিবস দেখে নেওয়া যাক ছবিতে ছবিতে।

source https://www.prothomalo.com/entertainment/tv/ছবিতে-তারকাদের-ভালোবাসা-আর-বসন্ত