বিশ্বব্যাংকের ব্যবসায় সহজ করার সূচকে আগামী বছরই বাংলাদেশের অবস্থান দুই অঙ্কের ঘরে, অর্থাৎ ১০০–এর আগে উঠে আসবে বলে মনে করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন সংস্থাটি এর আগেও চলতি বছরের মধ্যেই এ সূচকে দুই অঙ্কের ঘরে উঠে আসার প্রতিশ্রুতি দিয়েছিল।
source https://www.prothomalo.com/business/economics/২০২২-সালে-দুই-অঙ্কের-ঘরে
0 মন্তব্যসমূহ