বহু বেগম সাহিবার প্রকৃত নাম উম্মাত-উজ-জোহরা বানু। তিনি ছিলেন ছিলেন অওধ রাজ্যের নবাবপত্নীদের মধ্যে সবচেয়ে ধনাঢ্য বেগম। নবাব শুজা–উদ–দ্দৌলা বেশির ভাগ সময় থাকতেন রাজ্যের বাইরে। তাই রাজ্যের চালিকাশক্তি একপর্যায়ে তাঁর হাতেই চলে যায়।
source https://www.prothomalo.com/life/travel/নবাবের-চেয়ে-বেগম-বড়-3
0 মন্তব্যসমূহ