কথা দিয়েই শুরু। এই কথা ‘সত্যবচন’ হিসেবে আলোচিত হচ্ছে। বলছেন শুধু একজন—আবদুল কাদের মির্জা। কখনো ফেসবুক লাইভে, কখনো সংবাদ সম্মেলনে, কখনো-বা জনসভায় তিনি পরিবার, দল ও দেশের নির্বাচনব্যবস্থার অনিয়ম নিয়ে নানা প্রশ্ন, অভিযোগ তুলেছেন। তাঁর সত্যবচন আঞ্চলিক রাজনীতি ছাপিয়ে অস্বস্তি তৈরি করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতিতে।

source https://www.prothomalo.com/bangladesh/দলে-অস্বস্তি-সরকার-বিব্রত