স্কটিশ ধারাপাত সঙ্গে নিয়ে এডিনবরায় এলেও প্রকৃতি বাদ সাধেনি নগরভ্রমণে আনন্দ উপভোগে। তাই ইতিহাসের নগরীতে ঘুরে গলাগলি করে কাটিয়ে দেওয়া একমুঠো অনিন্দ্য সময়। বর্তমানে দাঁড়িয়ে সময়ের হাত ধরে ফিরে যাওয়া সহস্র অব্দের ওপারে।