ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জয়দীয়া বাঁওড়ে নতুন একটি পতঙ্গভুক উদ্ভিদ খুঁজে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। উদ্ভিদটির কোনো শিকড় নেই, পানিতে ভাসে। অনেক সময় কিছুটা ডুবন্ত অবস্থায় থাকে এরা। আশপাশে কোনো কীটপতঙ্গ এলে এরা পাতাগুলো ভাসিয়ে দেয়। সেখান থেকে একধরনের মিষ্টি রস ছাড়ে। আর সুগন্ধের টানে ও মিষ্টি খাবার খেতে ওই কীটপতঙ্গ সেখানে বসে পড়ে।

source https://www.prothomalo.com/bangladesh/নতুন-পতঙ্গভুক-উদ্ভিদ-জলজঝাঝি