তারপর দীর্ঘদিন দুজন দুজনের মুখ দেখেননি। শাহরুখ কোনো একটা অনুষ্ঠানে ঐশ্বরিয়া রাইকে নিয়ে মজা করে কিছু একটা বলেছিলেন। তখন ঐশ্বরিয়ার সঙ্গে প্রেম করছিলেন সালমান। সেই মজা ভালোভাবে নেননি তিনি। সেই থেকে শুরু!
source https://www.prothomalo.com/entertainment/bollywood/শাহরুখকে-দেওয়া-কথা-রাখলেন-সালমান
0 মন্তব্যসমূহ