সাতক্ষীরা অঞ্চলে হানা দিয়েছে শীত। ফলে শহরের ফুটপাতসহ খোলা আকাশের নিচে রাত যাপন করা ছিন্নমূল মানুষেরা পড়েছে বিপাকে। তাদের অনেকেরই নেই শীতবস্ত্র। শীতে জবুথবু সেই মানুষদের গায়ে হঠাৎই জড়িয়ে গেল পরম মমতার ওম।