মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বেইলি সেতুর তিনটি পাটাতন খুলে শমশেরনগর-কমলগঞ্জ সড়কে আজ মঙ্গলবার সকাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ আছে। আজ সকাল পৌনে সাতটার দিকে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়–সংলগ্ন খিন্নীছড়ার ওপর বেইলি সেতুর তিনটি পাটাতন খুলে এ ঘটনা ঘটে।