রাশেদুলের পকেটে থাকা মুঠোফোনের সিম চালু করে তাঁর পরিচয় নিশ্চিত করে পুলিশ। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার সায়দাবাদ গ্রামের মৃত শাজাহান মিয়ার ছেলে। তিনি বরিশালের কালিজিরা এলাকায় অবস্থিত প্রাণ-আরএফএল কোম্পানির ডিপোতে স্টোরকিপার পদে চাকরি করতেন।

source https://www.prothomalo.com/bangladesh/district/নলছিটিতে-এক-ব্যক্তির-লাশ-উদ্ধার