সমন্বিত সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদের (২০১৮ সালভিত্তিক) নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারিতেও হচ্ছে না। তবে মার্চে পরিস্থিতি দেখে এই পরীক্ষার দিন ধার্য করতে পারে বাংলাদেশ ব্যাংক। অনিবার্য কারণে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) গত ৫ ডিসেম্বর এ পরীক্ষা স্থগিত করেছিল। রাজধানীর ৬৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল
source https://www.prothomalo.com/chakri/employment/ফেব্রুয়ারিতেও-হচ্ছে-না-সাত-ব্যাংকের-পরীক্ষা
0 মন্তব্যসমূহ