গত দুই দিন আগে আমি বউয়ের ভয়ে পালিয়ে কক্সবাজার চলে এসেছি। গতকাল ঢাকায় আমার বউভাত হওয়ার কথা ছিল। অনুষ্ঠানটি হয়েছে কি না, তা–ও আমি জানি না। কারণ, আমার সঙ্গে ঢাকার কারও কোনো যোগাযোগ নেই। কেউ যেন আমাকে ট্রেস করতে না পারে, সে কারণে এখানে এসেই আমি ফোনের সিম খুলে ফেলেছি। মা ছাড়া আর কেউ জানে না আমি এখন কোথায় আছি।