ক্যাপিটল হিলে হামলার  ঘটনায় ছয়জন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া আরও ২৯ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এ নিয়ে তদন্ত চলছে। একই ঘটনায় শ্বেতাঙ্গ উগ্রবাদী সংগঠন 'ওথ কিপার্স' এর নয়জন সদস্যের নামে অপরাধ আইনে অভিযোগ আনা হয়েছে।

source https://www.prothomalo.com/world/usa/ক্যাপিটল-হিলে-হামলায়-৬-পুলিশ-সাময়িক-বরখাস্ত