তিনি জীবিত থাকতেই স্ত্রীর নামে বিধবা ভাতার কার্ড করেছেন। সুস্থ ছেলে ও শ্যালকের নামে কার্ড করিয়ে তুলছেন প্রতিবন্ধী ভাতা। এখানেই শেষ নয়, স্বামী থাকা সত্ত্বেও নিজের দুই শ্যালিকার নামেও বিধবা ভাতার কার্ড করে টাকা তুলেছেন। বাদ যায়নি শ্বশুর, শাশুড়িও। তাঁদের নামেও বয়স্ক ভাতার কার্ড করেছেন।

source https://www.prothomalo.com/bangladesh/district/স্ত্রী-ও-শ্যালিকার-নামে-বিধবা-ভাতার-কার্ড-করালেন-ইউপি-সদস্য