কেন্দ্রে আসার আগেই ভোটারদের আটকে দেওয়ার ‘কায়দা’ শেখানো, এলাকা ছাড়ার হুমকি এবং প্রচারে সংঘাতের নানা ঘটনা চতুর্থ দফার পৌরসভা নির্বাচনে উত্তাপ ছড়িয়েছে। ভোটের পরিবেশ নিয়ে শঙ্কার কথা বিএনপিসহ বিরোধী দলের প্রার্থীদের পক্ষ থেকে বার বার বলা হলেও নির্বাচন কমিশনকে (ইসি) কঠোর কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। এমন পরিস্থিতিতে আজ রোববার চতুর্থ ধাপে ৫৫টি পৌরসভার ভোটেও সংঘাত–অনিয়মের শঙ্কা থাকছে।
source https://www.prothomalo.com/politics/প্রচারে-সংঘাতের-পর-শঙ্কার-মধ্যেই-আজ-৫৫-পৌরসভায়-ভোট
0 মন্তব্যসমূহ