জামালপুরের সরিষাবাড়ী পৌর শহরের শিমলাপল্লী গ্রামের যুবক রোকনোজ্জামান সুমন (৪০)। তিনি নষ্ট ও পরিত্যক্ত ফ্রিজে গড়ে তুলেছেন সবুজ বাগান। তাঁর বাড়িতে ঢুকতেই চোখে পড়ে সবুজ আর সবুজ। বলা চলে বাড়িটা সবুজের সমারোহ।