ভারতের অর্থনীতিতে আপাতত স্বস্তির খবর নেই। খুচরা মূল্যস্ফীতিতে যখন একটা ভালো খবর এল, তখনই আরেকটি খারাপ খবরে সেই ভালো খবর ম্লান হয়ে গেল। ২০২০ সালের নভেম্বর মাসে খুচরা মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ৯৩ শতাংশ।

from প্রথম আলো https://www.prothomalo.com/business/analysis/ভারতে-আবারও-শিল্পোৎপাদন-হ্রাস-পেয়েছে