টানা নবম জয়, তিন '৬৪', চতুষ্টয়ের ফিফটি, চট্টগ্রামে সর্বোচ্চ, হার্ডিংয়ের অভিষেকে ৮৮ রান, মোস্তাফিজের '২০০'—রেকর্ড, মাইলফলক ও ভুলতে বসা কত পরিসংখ্যান তুলে এনেছে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ওয়ানডেটা।