প্রজেক্টরের এমন অবস্থা যে পর্দার দিনের বেলাকেও মনে হয় পুরোপুরি আলো না ফোটা ভোর। সাউন্ড কিছুটা শোনা যায়, বাকিটা বুঝে নিতে হয় নিজের আন্দাজে। তবুও দর্শক ডুবে যাবেন সিনেমায়।