জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর, দক্ষিণ বাঁশতা (বস্তা), বানাইচ, কানাইপুকুর, বানিয়াচাপড়, শিবপুরসহ আশপাশের ১০ গ্রামের শতাধিক নারীর হাতে তৈরি হচ্ছে বাহারি সব নকশিকাঁথা। ওই সব গ্রামের অনেক নারী নকশিকাঁথা তৈরি করে বাড়তি আয় করছেন। তাঁদের তৈরি নকশিকাঁথা বিদেশেও যাচ্ছে।

source https://www.prothomalo.com/bangladesh/নকশিকাঁথার-গ্রাম