রাজধানীর বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আকলিমুন নেছা মোহাম্মদপুরে নিজেদের পাঁচতলা ভবনের ছাদে প্রায় ২৪ বছর ধরে বসবাস করছেন। ছোটবেলা থেকে গাছ ভালোবাসতেন তিনি। নিজের উদ্ভিদবিদ্যায় পড়াশোনার পাশাপাশি বিয়ের পর দেখলেন শ্বশুর, শাশুড়ি নিজেরাই ছাদবাগান করেন। সব মিলিয়ে গাছের সঙ্গ ত্যাগ করতে হয়নি তাঁকে।