৬০টি পৌরসভায় আজ শনিবার যে ভোট, অধিকাংশ জায়গায়ই নির্বাচনী প্রচারে বিএনপির মেয়র প্রার্থীরা বাধা, হামলা এবং কোথাও কোথাও খোদ প্রার্থীও মারধরের শিকার হন। শেষ মুহূর্তে কর্মী-সমর্থকদের মাঠছাড়া করতে হুমকি-ধমকির অভিযোগ করেছেন প্রার্থীরা। এ পরিস্থিতিতে আজ ভোটকেন্দ্রে এজেন্ট উপস্থিত করা নিয়েই সন্দিহান বিএনপির অধিকাংশ প্রার্থী।
0 মন্তব্যসমূহ